স্পয়লার এলার্টঃ কোন স্পয়লার নাই ।
আমার মাথায় প্যাঁচ খাবে না ক্যান বলেন? ছবিতে যে সাইকিয়াট্রিস্ট (রাইলি) তারই মাথায় প্যাঁচ খাইয়া গেছে, আমিতো কোন ছার ! ছবিটা শুরু একটা পোস্ট ডিজাস্টার ইভেন্ট থেকে । খাদ্য এবং সব রকম রিসোর্সের ঘাড়তিগত সমস্যা থেকে বাঁচার জন্য ১৯৯৬ সালে একদল মানুষ (কারা তারা, সেই তথ্যটা দিলাম না) প্রাণঘাতী ভাইরাস দিয়ে দুনিয়ার ৫ বিলিয়ন মানুষকে মেরে ফেলে । মাত্র ১ ভাগ মানুষ বেঁচে যায় যারা আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেয় । সেই অল্প মানুষদের একজন হচ্ছে জেমস কোল । তাকে বিজ্ঞানীরা অতীতে পাঠায় সেই ডিজাস্টারের ভাইরাস সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য যেন তারা সেই তথ্য বিশ্লেষণ করে এন্টি ভাইরাস (উইন্ডোজ ডিফেন্ডার) বানাতে পারে । স্পয়লার দিবো না যেহেতু, সুতারাং এর বেশি বলা উচিৎ হবে না ।
মোটামুটি সরল এবং কমন কাহিনী তাই না? হুম, সেটাই ভাবছিলাম । কিন্তু পরিচালক যে এমন টুইস্টেড এবং অসুস্থ(!) হবে কে জানে ! অভিনয়, ক্যামেরা ওয়ার্ক সবকিছুই মাথার উপর এতোটা প্রেশার দেয় যে, রীতিমতো মাথা ব্যাথ্যা করতেছিলো দেখার সময় । কিন্তু, মুভি ছেড়ে উঠতেও পারবেন না । এ এক আজব ফিলিংস ! মূল চরিত্রে ব্রুস উইলিস ছিল অসাধারণ । পার্শ্ব চরিত্রে অভিনয় করা ব্রাড পিটকে একবারের জন্যও স্বাভাবিক মনে হয় নাই পুরা মুভিতে । এই লোকটাকে ভালো লাগে, কিন্তু এতোটা অস্থির অভিনয় করতে পারে, এটা ধারণা ছিল না । কষ্ট বৃথা যায় নাই তার । পার্শ্ব চরিত্রের জন্য অস্কার মনোনয়ন, গোল্ডেন গ্লোব জয় আরও আরও অনেকগুলা পুরষ্কার পাইছে শুধুমাত্র এই একটা মুভির জন্যই এবং তার এগুলা নিশ্চিতভাবেই প্রাপ্য, শতভাগ । নায়িকাকে পছন্দ হয়ে গেছে । সমবয়সী হইলে প্রস্তাব দেয়ার কথা ভেবে দেখতাম ।
আইএমডিবি লিঙ্কঃ http://www.imdb.com/title/tt0114746
আইএমডিবি রেটিংঃ ৮/১০
রটেন টমেট্যসঃ ৮৮%
ব্যক্তিগত রেটিংঃ ৯/১০
সময় থাকলে দেখে ফেলুন । ঘুমানোর আগে দেখলে ঘুম ভালো হবে । আবার, ঘুম উড়েও যেতে পারে