ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডঃ সহী ইসলামী? নাকি নিখাদ ভন্ডামী?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো “বাংলাদেশ ব্যাংক” । তাদের ওয়েবসাইটে বাংলাদেশে কার্যক্রম পরিচালনারত সব ব্যাংক এর তথ্য রয়েছে । বিভিন্ন মেয়াদী অ্যাকাউন্ট এর জন্য কোন ব্যাংক এর সুদের হার কতো, তার বিস্তারিত তথ্য পাবেন সেখানে (সূত্রঃ ১) । মজার ব্যাপার হলো, “সুদমুক্ত” নয়, “সুদযুক্ত” ব্যাংকের সেই তালিকায় ইসলামী ব্যাংকের নামও তালিকাভুক্ত আছে ! এই ট্র্যাডিশনাল ব্যাংক এর লিস্টে তাদের কাজ কি? শুভঙ্করের ফাঁকিটা বুঝতে পারছেন? আর, অতি সম্প্রতি তারা বাংলাদেশের রাস্ট্রায়ত্ব একটি ব্যাংক থেকে